thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ডিএসইতে সূচকের ব্যাপক দরপতন

২০২০ আগস্ট ১৭ ১৬:৫৪:১৭
ডিএসইতে সূচকের ব্যাপক দরপতন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পর পর তিন কর্মদিবস বড় উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ। এদিন ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে আজ ঢাকার বাজারে লেনদেন ১৪শ কোটি টাকা ছাড়িয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১০টির।

সোমবার ডিএসইতে এক হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৬টির দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর