thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ 25, ২৯ ফাল্গুন ১৪৩১,  ১৩ রমজান 1446

বাংলাদেশি কর্মীদের নিচ্ছে না আবুধাবি

২০২০ আগস্ট ১৯ ১০:২৯:৩৬
বাংলাদেশি কর্মীদের নিচ্ছে না আবুধাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আপাতত বাংলাদেশি কর্মীদের নিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চাকরি ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপাতত চাকরি ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।

একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ চাকরি ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।

এর আগে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাওয়া ৬৮ জন প্রবাসী কর্মী আবুধাবিতে প্রবেশ করতে না পেরে দেশে ফিরে এসেছে। এয়ারলাইন্সের টিকিট কেটে, করোনা নেগেটিভ সার্টিফিকেট ও ভিসা থাকার পরও তাদের আবুধাবির বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

এছাড়া তাদেরকে ফের আবুধাবিতে যাওয়ার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছিলো সরকার। কিন্তু আজ বিমান কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আপাতত চাকরি ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে চরম অনিশ্চয়তা তৈরি হলো আবুধাবীতে ফিরতে যাওয়া বাংলাদেশি শত শত কর্মীদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর