thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এ বছরই আসছে চীনা করোনা ভ্যাকসিন

২০২০ আগস্ট ১৯ ১০:৩৬:৫৩
এ বছরই আসছে চীনা করোনা ভ্যাকসিন

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের চীনা ভ্যাকসিন চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি সিনোফার্ম। প্রতিষ্ঠানটির প্রধান লিউ জিংজেনের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে।

এদিকে, করোনার ভ্যাকসিন বাজারে এলেই নাগরিকদের বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন সফল হলেই অস্ট্রেলিয়ায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টক মরিসন। অন্যদিকে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষাধিক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে ছয় হাজারের বেশি মানুষ। মোট প্রাণহানি বেড়ে ৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। ভারতে সংক্রমণ ও মৃতের সংখ্যা আবারো বেড়েছে। ফ্রান্সে নতুন করে সংক্রমণ বাড়ায় পহেলা সেপ্টেম্বর থেকে বেশিরভাগ কর্মস্থলে মাস্ক বাধ্যতামূলক করছে দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর