thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

করোনা পরীক্ষার ফি কমাচ্ছে সরকার

২০২০ আগস্ট ১৯ ১৫:৪৪:৩০
করোনা পরীক্ষার ফি কমাচ্ছে সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরীক্ষার ফি কমাচ্ছে সরকার। এখন থেকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ফি লাগবে ১০০ টাকা। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা। এর আগে, হাসপাতালে গিয়ে নমুনা জমা দিলে দিতে হতো ২০০ টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে দিতে হতো ৫০০ টাকা।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। মন্ত্রী স্বাক্ষর করার পর প্রয়োজনীয় কাজ শেষে প্রজ্ঞাপন জারি হবে।

প্রসঙ্গত, গত ২৯ জুন থেকে করানার পরীক্ষা করার জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। ফি নির্ধারণ করে দেয়ার প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস (কভিড-১৯) টেস্ট বিনামূল্যে হওয়ার ফলে অধিকাংশ মানুষ উপসর্গ ছাড়াই পরীক্ষা করার সুযোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে ফি নির্ধারণ করেছে সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর