thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেয়া চালক রিমান্ডে

২০২০ আগস্ট ১৯ ১৯:৪৪:০৮
পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেয়া চালক রিমান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক: পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাস চালক মো. নাঈমকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মিল্লাত হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান-সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।

এরপর গেলো মঙ্গলবার রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। এ সময় চালক মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করা হয়। তিনি দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। গাড়ির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মাইক্রোবাসটি মাসিকভিত্তিতে ভাড়া দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর