thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শ্রীলঙ্কায় কমনওয়েলথ সম্মেলন বয়কট মনমোহনের

২০১৩ নভেম্বর ১০ ১৯:০৪:৪০
শ্রীলঙ্কায় কমনওয়েলথ সম্মেলন বয়কট মনমোহনের

দিরিপোর্ট২৪ ডেস্ক : চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় কমওয়েলথ সম্মেলনে অংশগ্রহণ করবেন না ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর বিবিসির।

শ্রীলঙ্কায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মনমোহন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের গণমাধ্যম জানায়, মনমোহন ইতোমধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশেকে জানিয়েছেন তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে যোগ দেবেন।

ভারতের সরকারের পক্ষ থেকে আগামী সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মনমোহনের আগে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এ সম্মেলন বয়কট করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘তামিল টাইগার’ বিদ্রোহীদের এক সামরিক অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দেয় শ্রীলঙ্কান সরকার। ঐ ঘটনায় প্রায় এক লাখ তামিল নিহত ও অনেক নারী ধর্ষণের শিকার হন।

এ ঘটনায় শ্রীলঙ্কান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারত, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ। গণমাধ্যমগুলোতেও এর ব্যাপক সমালোচনা হয়। তবে বরাবরই শ্রীলঙ্কান সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করে আসছে।

ভারত সরকারে থাকা তামিল নেতাদের আপত্তির মুখে মনমোহন এ সফর বাতিল করেছেন বলে জানা গেছে।

কমনওয়েলথ সংস্থাটি ব্রিটিশদের শাসন করা ৫৩টি দেশ (সাবেক কলোনি) নিয়ে গঠিত।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর