thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ট্রাম্প একজন ব্যর্থ নেতা: কমলা

২০২০ আগস্ট ২১ ০৭:৪২:০১
ট্রাম্প একজন ব্যর্থ নেতা: কমলা

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক মনোনয়ন পেলেন কমলা হ্যারিস। প্রথমবারের মতো কোন কৃষ্ণাঙ্গ-এশিয়ান নারী হিসেবে তিনি এ পদে নির্বাচনের টিকিট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বুধবার কমলা তার বক্তব্যে ট্রাম্পকে ব্যর্থ নেতা হিসেবে অভিহিত করে জো বাইডেনকে বিজয়ী করার আহ্বান জানান। খবর রয়টার্সের।

আমেরিকার মানুষকে জীবন ও জীবিকা হারানোর মাধ্যমে ট্রাম্পের ব্যর্থতার মূল্য দিতে হয়েছে বলে কড়া সমালোচনা করেন কমলা। ট্রাম্পের বিভক্তি সৃষ্টিকারী নেতৃত্ব দেশের একটি ভঙ্গুর পরিস্থিতির মুখে দাড় করিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ফলে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান সাবেক এ সিনেটর।

বাইডেনের শহর উয়েলমিংটনে এক বক্তৃতায় কমলা বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে, যিনি কালো, সাদা, ল্যাটিন, এশিয়ান সবাইকে একত্রিত করতে পারে। আমাদের সকলের ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে। তাই আমাদেরকে অবশ্যই জো বাইডেনকে নির্বাচিত করতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর