thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

দেশে নতুন করে মৃত্যু ৩৯, শনাক্ত ২৪০১

২০২০ আগস্ট ২১ ১৫:৫৩:২৮
দেশে নতুন করে মৃত্যু ৩৯, শনাক্ত ২৪০১

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়ে একদিনে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্যে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৪০১ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৬১ জনে দাঁড়াল।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৬২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন হয়েছে।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ আগস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ অগাস্ট সেই সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর