thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

করোনা কেড়ে নিল ৭২ চিকিৎসকের প্রাণ

২০২০ আগস্ট ২৩ ০৯:৪৬:২৪
করোনা কেড়ে নিল ৭২ চিকিৎসকের প্রাণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৭২ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আর করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও সাতজন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক। সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম।

এ ছাড়া আর করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও সাতজন চিকিৎসক মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর