thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ওয়েবসাইট বিড়ম্বনার জন্য ডিএসইকে শোকজ করেছে বিএসইসি

২০২০ আগস্ট ২৩ ১৩:১৮:৫৫
ওয়েবসাইট বিড়ম্বনার জন্য ডিএসইকে শোকজ করেছে বিএসইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বিড়ম্বনার জন্য প্রতিষ্ঠানটিকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, ডিএসইর ওয়েবসাইটের নতুন সংস্করণ চালুর পর থেকে বিনিয়োগকারীদের বিড়ম্বনা বেড়েছে। বিনিয়োগকারীরা ওয়েবসাইটটিতে সহজে ঢুকতে বা ব্যবহার করতে পারছেন না। এছাড়া, ওয়েবসাইটে দেয়ার তথ্যবলীর অধিকাংশই ভুল আসছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বিএসইসির কার্যালয়ে ডেকে নিয়ে শোকজের চিঠি ধরিয়ে দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে ওয়েবসাইটে হ-য-ব-র-ল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পাশাপাশি শেয়ারবাজারে প্রি-ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সুবিধা চালুর বিষয়ে ডিএসই থেকে পাঠানো একটি চিঠির ভাষাও বিএসইসিকে বিব্রত করেছে। ফলে এ বিষয়ে নতুন করে আর একটি চিঠি দিয়েছে ডিএসই।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর