thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে

২০২০ আগস্ট ২৪ ১৬:৩৪:২৩
এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) গতকালও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। স্কুল-কলেজ খোলার সময় এখনো হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন যে, কীভাবে কী করা যায়।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না? এ বিষয়ে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘না, এটা আমার নলেজের বাইরে।’

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস‌্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন‌্যরা বৈঠকে যুক্ত হন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর