thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

ফিলিপাইনে জোড়া বিস্ফোরণ: নিহত ১০, আহত ১৭

২০২০ আগস্ট ২৪ ১৬:৪৯:২১
ফিলিপাইনে জোড়া বিস্ফোরণ: নিহত ১০, আহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণে সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা নাগাদ বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক ও পুলিশ বাহিনী। এই বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করছে তারা। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে এক ঘণ্টা পর বেলা ১টার দিকে।

সামরিক সূত্রে প্রাথমিক রিপোর্ট বলছে, সুলু প্রদেশের রাজধানী জোলোর ব্যস্ত সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় শহরের একটি গির্জাকে, এটিও ‘বড় বিস্ফোরণ’ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র জানান, তারা ক্ষয়ক্ষতি যাচাই ও পরিস্থিতি বিশ্লেষণ করছেন। পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট বলেছেন, জোলো দ্বীপের টাউন প্লাজার কাছে ‘ভারী বিস্ফোরণ হয়েছে’।

তারা এক বিবৃতিতে অন্তত পাঁচজন সেনা ও চারজন সাধারণ মানুষ নিহতের খবর দিয়েছে। কোভিড মহামারি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পৌর কর্মীদের সহায়তার সময় সেনাদের ট্রাকের কাছে আইইডি বহন করা একটি মোটরসাইকেল থেকে প্রথম বিস্ফোরণ হয় বলে জানান স্থানীয় রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন।

তবে মাউন্ট কারমেলের আওয়ার লেডি গির্জার কাছে দ্বিতীয় বোমা হামলাটি আত্মঘাতী ছিল জানান লেফটেনন্যান্ট জেনারেল করলেটো ভিলনুয়ান। তিনি বলেন, এক নারী ওই আত্মঘাতী বোমা হামলা চালিয়ে একজন নিহত হন। কর্তৃপক্ষের তথ্য সঠিক হলে দেশটিতে এটি চতুর্থ আত্মঘাতী বোমা হামলার ঘটনা।

গত বছর একই গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হন। ওই দিন রোববার প্রার্থনার জন্য সবাই একসঙ্গে হতেই বোমা বিস্ফোরিত হয়।

সর্বশেষ হামলার ছবি পিটিভি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সামরিক যানের আশেপাশে হতাহতদের দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। চারপাশে ধ্বংসযজ্ঞের চিহ্ন। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

অবশ্য দেশের দক্ষিণাঞ্চল মিন্দানাওর স্বাধীনতাকামী গোষ্ঠী আবু সায়াফের আনাগোনা সুলু অঞ্চলে বেশি। প্রায় সময় সেখানে ডাকাতি, অপহরণ ও বোমা হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে কুখ্যাত এই সংগঠনটি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর