thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

২০২০ আগস্ট ২৮ ১৫:৩৯:২৫
জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

দ্য রিপোর্ট ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বাস্থ্যগত কারণে নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেছেন। আজ শুক্রবার তিনি পদত্যাগ করেছেন। খবর বিবিসি, আনাদোলু এজেন্সি।

আবে বলেছেন, তিনি চান না যে তার অসুস্থতার কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনও প্রভাব পড়ুক। ক্ষমতার মেয়াদ শেষ করতে না পারায় জাপানের মানুষজনের কাছে ক্ষমাও চেয়েছেন আবে।

এর আগে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জানিয়েছিল যে, আজই পদত্যাগের ঘোষণা দেবেন ৬৫ বছর বয়সী শিনজো আবে।

দীর্ঘদিন ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে থাকা ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন আবে। তবে জাপানের প্রধানমন্ত্রী আবে অনেক দিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

স্বাস্থ্যগত সমস্যার কারণে এর আগে মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আবে। ওই সময় মাত্র ৫২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, যা যুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ প্রায় ৫০ দিন যাবত তিনি কোনও প্রেস কনফারেন্সে অংশ নেয়া থেকে বিরত ছিলেন। মধ্য জুন থেকে আগস্টের শুরু পর্যন্ত এই সময়ে তিনি বেশ কয়েক দফা হাসপাতালেও গিয়েছেন।

এদিকে স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও সমালোচিত হয়েছেন আবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর