thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পালিয়ে যাওয়া কয়েদিকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার

২০২০ আগস্ট ২৯ ১৬:৫৮:২৫
পালিয়ে যাওয়া কয়েদিকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে কারারক্ষীরা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে হ্যান্ডকাফসহ ঘোরাঘুরি করা অবস্থায় পাওয়া যায়।

ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, তাকে এখন কারাগারে নেওয়া হচ্ছে।

এর আগে সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, শনিবার ভোররাতে আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনক সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

চিকিৎসাধীন কয়েদি পালিয়ে যাওয়ার বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এখানে মিন্টুকে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে নিয়ে গেলে সেখান থেকে এখানে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর রাতে সে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর