thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

২০২০ আগস্ট ৩১ ১৭:৪৭:৫৭
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী এবং কানাডায় পালিয়ে থাকা নুর চৌধুরীকে ফিরিয়ে আনতে সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মুজিববর্ষেই তাদের দেশে ফিরিয়ে এনে সরকার রায় কার্যকর করতে চায় বলেও জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মিথ্যা তথ্য দিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট হয়েছে খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি আছেন। যাদের মধ্যে দুইজনের তথ্য আমাদের কাছে আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক আরও একজনের (নূর চৌধুরী) তথ্যও আমাদের কাছে আছে। তাকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি। বাকি তিনজনের বিষয়ে আমাদের কাছে ভাসাভাসা তথ্য রয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণের জন্য যেটা মঙ্গলজনক আমরা সেটাই করবো। যে দেশ যত তাড়াতাড়ি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনবে, আমরা সেটি দেশে আনার চেষ্টা করবো। এর জন্য আলোচনা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর