thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রিজেন্টের শাহেদ-মাসুদের ৫৮ ব্যাংক হিসাব জব্দ

২০২০ সেপ্টেম্বর ০২ ১৫:২৯:৩২
রিজেন্টের শাহেদ-মাসুদের ৫৮ ব্যাংক হিসাব জব্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন।

এর আগে, আদালতে সিআইডি পুলিশ শাহেদের ৪৩টি এবং মাসুদ পারভেজ ১৫টিসহ মোট ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। আদালত সিআইডির দেয়া আবেদনটি মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেপ্তার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর