thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম

২০২০ সেপ্টেম্বর ০৩ ১৯:৩২:২১
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলাম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা এম শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক নামক আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মহাসচিবের দ্বায়িত্ব পালন করছেন। চলতি সেপ্টেম্বরে তার তিন বছর মেয়াদি এ দায়িত্ব শেষ হচ্ছে।

শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। পেশাজীবনে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটনে মিনিস্টার ও মিশন উপ-প্রধান, জেনেভায় কাউন্সিলর ও কলকাতায় প্রথম সচিব হিসেবে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক, ইউরোপ ডিভিশনের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের অফিসের পরিচালকসহ বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/৩ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর