thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যায় ৭ পুলিশ বরখাস্ত

২০২০ সেপ্টেম্বর ০৪ ১০:২৮:০১
আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যায় ৭ পুলিশ বরখাস্ত

দ্য রিপোর্ট ডেস্ক: আমেরিকায় কৃষ্ণাঙ্গ এক নাগরিককে হত্যায় ৭ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি হয়েছিল মার্চে। বর্ণবাদী পুলিশের হাতে কালো মানুষ ড্যানিয়েল প্রুড মারা যান। সেই ঘটনার ভিডিও সামনে আসার পর সাত পুলিশ অফিসারকে বরখাস্ত করা হলো।

ভিডিওতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে প্রুড রাস্তায় দৌড়চ্ছেন। তখন পুলিশ অফিসাররা তাকে ধরেন। তার মুখে ঠুলি পরিয়ে দেয়া হয়। তার মাথা ফুটপাথে দুই মিনিট ধরে চেপে রাখা হয়। পুলিশের দাবি, তিনি যাতে থুথু ফেলতে না পারেন, তার জন্য তারা এই কাজ করেছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতদিন পর তাঁর পরিবার জীবনদায়ী ব্যবস্থা খুলে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তার মৃত্যু হয়।

যে সময় ঘটনাটি ঘটে, তখন বিষয়টি নিয়ে কোনও হইচই হয়নি। ভিডিও প্রকাশের পর শুরু হয়েছে। কারণ, ইতিমধ্যে ফ্লয়েড ও ব্লেকের ঘটনা ঘটে গেছে। অথচ, প্রুড মারা গেছেন ফ্লয়েডকে হত্যার দুই মাস আগে। তার দেহ যিনি পরীক্ষা করেছেন সেই চিকিৎসক জানিয়েছেন, এটা খুন। শারীরিক নির্যাতনের প্রতিক্রিয়ায় প্রুড মারা গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৪ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর