thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সালমান-বানসালির সিনেমাও ফিরিয়ে দিলেন শাহরুখ!

২০২০ সেপ্টেম্বর ০৫ ১৯:০১:০৪
সালমান-বানসালির সিনেমাও ফিরিয়ে দিলেন শাহরুখ!

দ্য রিপোর্ট ডেস্ক: ‘জিরো’ সিনেমাটি দিয়ে নিজের দাপটে কামব্যাক করবেন বলে আশায় বুক বেঁধে ছিলেন কিং খান। কিন্তু মুক্তির পর সিনেমাটি মুখ থুবড়ে পড়লো। ভেঙে গেলো খানের মন। তাই মনকে শক্ত করে সংকল্প করলেন, যাচাই-বাছাই করে খুব ভেবে পরের সিনেমায় নামবেন। তাই একের পর এক সিনেমা ফিরিয়ে দিয়েছেন।

বলছি বলিউড বাদশাহ শাহরুখ খানের কথা। বলিউড হাঙ্গামার খবর, ‘জিরো’ সিনেমার পর অন্তত ২০টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বানসালি ও সালমান খানের সিনেমাও!

জানা গেছে, সালমান খানের প্রযোজনায় ‘গানস অব নর্থ’ সিনেমায় একজন পুলিশের চরিত্রে শাহরুখ খানকে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে সিনেমার নায়ক আয়ুশ শর্মা। তাকে ঘিরেই সিনেমার গল্প। এজন্য সিনেমাটি ফিরিয়ে দেন এসআরকে। এরপর ওই পুলিশের চরিত্রে সালমান নিজেই অভিনয়ের সিদ্ধান্ত নেন।

শুধু সালমান খান নয়, খ্যাতিমান নির্মাতা-প্রযোজক সঞ্জয়লীলা বানসালি, মধুর ভন্ডারকর, আলি আব্বাস জাফরের মতো নির্মাতাদের সিনেমাও ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান।

২০ সিনেমা ফিরিয়ে দেওয়ার পর শাহরুখ বেছে নিয়েছেন চারটি সিনেমা। এগুলো পরিচালনা করবেন যথাক্রমে সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি ও রাজ-ডিকে। এর মধ্যে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার কাজ আগে শুরু হবে বলে শোনা যাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর