thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

নতুন বিশ্ব রেকর্ড, এক নম্বরের পথে ভারত

২০২০ সেপ্টেম্বর ০৬ ১৫:১৮:৩৬
নতুন বিশ্ব রেকর্ড, এক নম্বরের পথে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক:প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৬৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এটি বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জনে দাঁড়ালো। আজ রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনায় বিপর্যস্ত দেশ ব্রাজিলের থেকে মাত্র নয় হাজার রোগী কম ভারতে। বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। আক্রান্তের এই গতি অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই সবাইকে টপকে করোনা র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসবে ভারত।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে দেশটিতে করোনায় আরো এক হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জন। তবে আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত ৩১ লাখ রোগী সুস্থ হয়েছেন। এতে দেশজুড়ে সুস্থতার হার ৭৭ দশমিক দুই এ দাঁড়িয়েছে।

করোনায় ভারতে সবচেয়ে নাজেহাল মহারাষ্ট্রের চিকিৎসকেরা জানিয়েছেন, অনেকে মাস্ক পড়ছেন না, হাত ধুচ্ছেন না। ঐ রাজ্যের সেবাগ্রামের হাসপাতালের প্রধান চিকিৎসক এসপি কালান্ত্রি জানিয়েছেন, এখন শহরগুলো ছাড়াও গ্রামে করোনার বিস্তার ঘটেছে। করোনার সবচেয়ে ভয়াবহতা এখনো আসেনি। ভারতেই এই রাজ্যেই শনাক্ত রোগী প্রায় ৯ লাখের কাছাকাছি। মারা গেছে ২৬ হাজারের বেশি জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর