thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

অক্সফোর্ডের টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত

২০২০ সেপ্টেম্বর ০৯ ০৯:৩৮:২৯
অক্সফোর্ডের টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক: টিকা গ্রহণকারী এক সেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার পর অক্সফোর্ডের তৈরি করোনা টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন তৈরিতে যৌথভাবে কাজ করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও সুইডিশ-ব্রিটিশ বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তবে সেচ্ছাসেবকের শরীরে কী বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর বিবিসি ও রয়টার্সের।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র মিশেল মেক্সেলের বলেছেন, টিকার চূড়ান্ত ট্রায়াল প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। একটি স্বতন্ত্র কমিটি ‘সেফটি ডেটা’ (সুরক্ষাজনিত তথ্য) পর্যালোচনা করবে।

ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন ব্রিটেনের এক অংশগ্রহণকারীর অসুস্থতার খবর মেলে।

স্বাস্থ্য সংক্রান্ত খবরের ওয়েবসাইট স্ট্যাট নিউজে জানানো হয়েছে, অসুস্থতার প্রকৃতি এবং তা কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ওই অংশগ্রহণকারী সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ‘সন্দেহজনক গুরুতর বিরূপ প্রতিক্রিয়া’র জন্য এই প্রথম ট্রায়াল স্থগিত রেখেছে অ্যাস্ট্রাজেনেকা।

‘স্ট্যাট নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, অক্সফোর্ডের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ এর ট্রায়াল স্থগিত রাখার প্রভাব পড়েছে অ্যাস্ট্রাজেনেকার অন্যান্য সম্ভাব্য টিকার পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়ার উপরও। প্রভাব পড়েছে অন্যান্য সংস্থার ট্রায়ালও। যে সংস্থাগুলি একইরকম প্রতিক্রিয়ার লক্ষণের সন্ধান করছে।

অ্যাস্ট্রাজেনেকার তরফে বলা হয়েছে, ‘বড় ট্রায়ালে আচমকাই অসুস্থতা হয়। কিন্তু তা অবশ্যই সাবধনতার সঙ্গে স্বাধীনভাবে পর্যালোচনার প্রয়োজন আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর