thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরাও

২০২০ সেপ্টেম্বর ০৯ ০৯:৫৭:০৭
ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরাও

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের বিনোদন দুনিয়ায় আবির্ভাব হল আরও একটি নতুন সংগঠনের। এবার ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরা। দুই মাস চেষ্টার পর তারা গঠন করলেন ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে নতুন একটি সংগঠন। নিজেদের ন্যায্য পাওনা, নৈতিক ও আর্থিক অধিকার সংরক্ষণ এবং সংগীতে নৈরাজ্য বন্ধে কণ্ঠশিল্পীরা এই ঐক্য গড়ে তুলেছেন বলে জানা গেছে।

নতুন এই সংগঠনটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। যুগ্ম আহবায়ক হিসেবে আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতৎ ও হাসান আবিদুর রেজা জুয়েল। এই তিন জনের সমন্বয়ে একটি পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে এক ইমেইল বার্তায় জানানো হয়েছে।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘দুই মাসের অক্লান্ত চেষ্টার ফসল এই ঐক্য। কণ্ঠশিল্পীদের এই সংস্থাটি গঠিত হওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে এক বৃহৎ ঐক্যের দুয়ার খুলে গেল। সময়ের প্রতিকূলতার কারণে অনেকের সঙ্গেই যোগাযোগ সম্ভম হয়নি। এজন্য আমরা কমিটিতে গুরুত্বপূর্ন কণ্ঠশিল্পীদের অন্তর্ভূক্তি উন্মুক্ত রেখেছি।’

যুগ্ম আহবায়ক কুমার বিশ্বজিৎ বলেন, “বিগত দিনে আমরা সংগীতের অনেক গুণীজনকে হারিয়েছি। তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। করোনাকালে বছরের প্রায় অর্ধেক সময় কর্মহীন পার করে হাঁপিয়ে উঠেছেন শিল্পীসমাজ। কণ্ঠশিল্পীদের আয়ের প্রধান মাধ্যম স্টেজ শো। সেই স্টেজ শো আজ বন্ধ। এ বাস্তবতা সংঘবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একথা সত্য, আমাদের দেশেরবরেণ্য শিল্পীরা গানকে ভালোবেসে সৃষ্টিতেই মগ্ন থাকেন। তাঁরা অর্থের দিকে কখনোই ধাবিত হন নাই। কিন্তু নিজের সৃষ্টির প্রাপ্য অন্যের ঘরে দীর্ঘদিন ধরে চলে যাওয়ায় তা বন্ধে ঐক্যের প্রয়োজন। একজন সৃষ্টিশীল মানুষের সৃষ্টি তাঁর এবং তাঁর পরবর্তী প্রজন্মের জন্য একমাত্র সম্পদ। তা সংরক্ষণে আমরা বদ্ধপরিকর। শিল্পীরা চান তাঁদের সৃষ্টির যোগ্যতা নিয়ে স্বাবলম্বী হতে।’

কুমার বিশ্বজিৎ জানান, ‘এই স্বপ্নকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের অগ্রজ এবং নবীন প্রগতিশীল কন্ঠশিল্পীদের সংগঠিত করে আমরা সজ্ঞানে, সুচিন্তিত মতামতের ভিত্তিতে, সংগঠন গঠন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নতুন এই সংগঠনে যারা যে দায়িত্বে আছেন

উপদেষ্টামণ্ডলীতে আছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী,খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

নির্বাহী সদস্য হিসেবে আছেন ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ,কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মন্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী,অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও ইলিয়াস হোসাইন।

এর আগে গীতিকার ও সংগীত পরিচালকরা মিলেও একটি সংগঠন গড়ে তোলেন। এছাড়া বিনোদন জগতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি আলাদা পেশার মানুষদেরই সংগঠন রয়েছে। যেমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী শিল্পী সমিতি, পরিচালক ও প্রযোজক সমিতি, পরিবেশক সমিতি ইত্যাদি। সেই তালিকায়ই নতুন করে যুক্ত হল কণ্ঠশিল্পী পরিষদ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর