thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আটদিন পর শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চালু

২০২০ সেপ্টেম্বর ১১ ১৯:০৪:১৬
আটদিন পর শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মায় ডুবোচরের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর ড্রেজিংয়ে নাব্য ফিরিয়ে এনে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পরিক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার বিকাল চারটায় ২ নং ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ফেরি ক্যামেলিয়া ৩ নং ঘাট থেকে ছেড়ে গেছে।

পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে বিআইডাব্লিউটিএর ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সমস্যা নিরসন হওয়ায় পরই পুনরায় ফেরি চালাচল শুরু হলো।

তবে বতর্মানে নৌরুটের বহরে থাকা ১৭টি ফেরি মধ্যে সীমিত পরিসরে ৬টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে বলে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। আর রাতের বেলা ফেরি চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল তিনি বলেন, ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানো হয়েছে। পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ মুহূর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এ নৌরুটের যাত্রী ও পরিবহনের শ্রমিকদের মাঝে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর