thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

করোনায় এএসপি’র মৃত‌্যু

২০২০ সেপ্টেম্বর ১২ ১৯:৩১:১৮
করোনায় এএসপি’র মৃত‌্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়েছে। পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

আজিজুর রহমান চৌধুরী ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব‌্র‌্যাঞ্চ অন ফাদার অব দ‌্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বই লেখার সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগ দেন আজিজুর রহমান চৌধুরী। স্পেশাল ব্র‌্যাঞ্চে যোগ দেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। সিক্রেট ডকুমেন্ট সংগ্রহের কাজে বিশেষ পারদর্শিতার জন‌্য সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া থানার নন্দনগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর