thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিসিইউতে সম্রাট

২০২০ সেপ্টেম্বর ১৪ ১৫:৫১:০৪
সিসিইউতে সম্রাট

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে বুকে ব্যথা নিয়ে হৃদরোগ হাসপাতালের সিসিইউ-১ (করোনারি কেয়ার ইউনিট) এ ভর্তি করা হয় তাকে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। তিনি বলেন, ‘এখন মোটামুটি ভালো আছেন তিনি। তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃদপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রোববার তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার হয়। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি এমএমএমইউতে ভর্তি আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর