thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বড় উত্থানের পর সামান্য কারেকশনে পুঁজিবাজার

২০২০ সেপ্টেম্বর ১৪ ১৬:১০:৫০
বড় উত্থানের পর সামান্য কারেকশনে পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস বড় উত্থানের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার সামান্য কারেকশন হয়েছে পুঁজিবাজারের। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে এক হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮০ কোটি ৭৭ লাখ টাকা কম। রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১২২টির। আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর