thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো ঢোকার অনুমতি

২০২০ সেপ্টেম্বর ১৬ ০৯:৪৭:৪২
স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো ঢোকার অনুমতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ৫৪টি ট্রাক ভোমরা পোর্ট দিয়ে প্রবেশ করবে। ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢোকার অনুমতি দিয়েছে সেদেশের শুল্ক বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অপেক্ষমান পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পারলে বন্দরেই নষ্ট হবে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।

এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। ভারতের ঘোজাডাঙ্গায় আটকা পড়া অন্তত ৩ শতাধিক ট্রাকের মধ্যে পেঁয়াজ আমদানি বন্ধের আগেই ৫৪টি ট্রাকের রাজস্ব বিভাগের অনুমোদন থাকায় ভোমরা পোর্ট দিয়ে প্রবেশ করবে। তবে কবে প্রবেশ করবে তা তিনি নিশ্চিত করেননি।

সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলো। এরপর থেকেই দেশের পেঁয়াজের বাজারে আবারো অস্থিরতা দেখা দেয়। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর