thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মা হারালেন খল অভিনেতা ডন

২০২০ সেপ্টেম্বর ১৭ ১৭:২১:১৩
মা হারালেন খল অভিনেতা ডন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সুপরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অভিনেতা ডনের মা হারানোর খবরটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান আরেক অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা ডন ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন। খালাম্মাকে দাফনের জন্য এখন বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’

এদিকে মা হারিয়ে শোকে কাতর ডন। তিনি জানান, ‘মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।’

ডনের গ্রামের বাড়ি বগুড়া সদরের কাটনারপাড়ায়। সেখানে তার মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান এই অভিনেতা। অনেক আগে ডন তার বাবাকে হারিয়েছেন। মা থাকতেন আমেরিকায়। ১০ ভাইবোনের মধ্যে ডন সবার ছোট।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর