thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘এনার্জিপ্যাকের সাথে সিমেন্স গ্যাসের চুক্তি’

২০২০ সেপ্টেম্বর ১৭ ১৪:৩০:২৬
‘এনার্জিপ্যাকের সাথে সিমেন্স গ্যাসের চুক্তি’

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের বহুজাতিক কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) ও স্পেনের বহুজাতিক কোম্পানি সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ,ইউ’ র মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। কোম্পানি দুটি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল, ইন্জিনিয়ার্স এস.এ.ইউ কোম্পানিটিকে অধিগ্রহণ করে। অধিগ্রহণের আগে কোম্পানিটির নাম ছিলো গ্যাসকোর পাওয়ার এস.এ.ইউ।পরবর্তীতে দুটি কোম্পানি একীভূত হয়ে সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ.ইউ গঠন করে। সিমেন্স ইন্জিনিয়ার্স এস.এ.ইউ বর্তমানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে ২৬১ কিলোওয়াট থেকে ১৩০৪ কিলোওয়াট পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটি রেঞ্জ এর উচ্চ জ্বালানী দক্ষ ক্ষমতাসম্পন্ন গ্যাস জেনারেটার সরবরাহ করছে।

এদিকে,এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ১৫৩.৫৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিমেন্স গ্যাস জেনারেটরের ২০১ ইউনিট সরবরাহ ও প্রতিস্থাপন করেছে। সাইটে ও নিজস্ব ওয়ার্কশপে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের এবং সম্পূর্ণ নিবেদিত দলের মাধ্যমে কোম্পানিটি বিক্রয় পরবর্তী ব্যবসায়ের সেবা দিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

কোম্পানিটির সূত্রমতে , রুটিন মেইনটেনেন্স, ট্রাবলশুটিং, ইঞ্জিন টপ, ইন ফ্রেম এবং মেজর ওভারহোলিংয়ের মতো সময়ানুবর্তী কাজ ছাড়াও এনারজিপ্যাক বিভিন্ন ধরণের কাজ করছে। এর বাহিরেও অল্টারনেটরের জন্য অল্টারনেটার রি-উইন্ডিং অথবা রিপেয়ারিং, ক্লিনিং এবং হিট ভার্নিশিংয়ের মতো জটিল কাজ নির্ভুলভাবে করে চলেছে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সাম্প্রতিক সাফল্যের মধ্যে, সিলেটের গ্যাস ফিল্ডস লিমিটেডের (Condensate Fractionate Plant) চুক্তি করেছে। এ ইপিসি চুক্তির আওতায় ৬ টি (SIEMENS SGFLD-560 (৯৫২ kW/ ইউনিট) গ্যাস জেনারেটরের সরবরাহ, ইনস্টলেশন ও কমিশনিং সম্পন্ন করেছে। এছাড়াও দেশের সিমেন্স গ্যাস জেনারেটরের বাজার জোরদার করতে যাচ্ছে। রাজশাহীতে এনা গ্রুপের প্রতিষ্ঠান সেকেওয়া টেক্সে সম্প্রতি Siemens SGE-56SL (৯৫৪ kW / ইউনিট) এর একটি ইউনিট সরবরাহ করেছে।

দ্য রিপোর্ট /এএস/১৭ সেপ্টেম্বর, ২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর