thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মাগুরায় দুই বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

২০২০ সেপ্টেম্বর ১৮ ১৮:১০:৩৫
মাগুরায় দুই বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুইটি বাস ও একটি মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদরের মঘির ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে হাইওয়ে সড়কের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন এবং একটি মাইক্রোবাসের সাথে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। বিকাল সাড়ে ৪টার সময়ও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলছিল বলে জানান তিনি

(দ্য রিপোর্ট/আরজেড/১৮সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর