thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু

২০২০ সেপ্টেম্বর ১৯ ০০:২১:৩৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৯২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবারপর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন হলো। আর মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮৮১ জনে দাঁড়াল। একই সময়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৫টি ল্যাবে ১২ হাজার ৭৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯ টি। নমুনা পরীক্ষার বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর