thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মার্চ 25, ২৮ ফাল্গুন ১৪৩১,  ১২ রমজান 1446

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

২০২০ সেপ্টেম্বর ২০ ১৩:০২:৫১
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের এফআর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ারের ১৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির আটটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন ঢাকা টাইমসকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২২ তলা ভবনের ১৬ তলায় আগুন লাগে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

২০১৯ সালের ২৮ মার্চ বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়। সেই ভবনের পাশের ভবনেই এবার আগুনের ঘটনা ঘটল।

(দ্য রিপোর্ট/আরজেড/২০সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর