thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

২০১৩ নভেম্বর ১০ ১৯:৪৮:৩৭
ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর হাজারিবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে রবিবার সন্ধ্যায় গৃহবধু মোছাম্মাত খাদিজার (২৬) মৃত্যু হয়েছে।

খাদিজার স্বামী মো. জাবেদ আলী জানান, হাজারিবাগ থানার পাশে নুরার বিরানীর চারতলা বাড়ির তৃতীয় তলায় তিনি স্ত্রী-সন্তানসহ বসবাস করেন। রবিবার বিকেল সাড়ে ৫টায় কর্মস্থল থেকে তিনি বাসায় ফেরেন। এ সময় বাসার কাছে মানুষের জটলা দেখে এগিয়ে যান এবং দেখেন তার স্ত্রী নিস্তেজ অবস্থায় পড়ে আছে।

সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আট-নয়দিন আগে খাদিজার একটি কন্যা সন্তান হয়েছে। ছাদে শুকাতে দেওয়া সন্তানের কাঁথা ও কাপড় নামাতে গেলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে স্বামী জাবেদ জানান।

(দিরিপোর্ট২৪/এস/এমএআর/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর