thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

২০২০ সেপ্টেম্বর ২২ ১৩:২৭:৪৩
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে উথুলী সংযোগ সড়কে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রযেছে। ঘাটে চাপ এড়াতে এখানে এসব ট্রাক আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়তে শুরু করে। তখন থেকে ঘাটে যানবাহনের বাড়তি চাপ এড়াতে ট্রাকগুলো ঘাটের ৭ কিলোমিটার আগেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

সেখানে তিন শতাধিক ট্রাক আটকা রয়েছে। ঘাটে চাপ কমলে সিরিয়াল অনুযায়ী এসব ট্রাক ছাড়া হবে বলে জানান ওসি।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উথুলী সংযোগ মোড় থেকে শিবালয় থানা হয়ে আরিচা ট্রাক টার্মিনাল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার ধরে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সংকটে পারাপার ব্যাহত হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও বাস পারাপারের সুযোগ হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, ঘাটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার করায় পণ্যবাহী ট্রাক আটকে থাকছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর