thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সন্ধ্যার পর কিশোর-কিশোরীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

২০২০ সেপ্টেম্বর ২৩ ১৫:৪৩:০৪
সন্ধ্যার পর কিশোর-কিশোরীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞার গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ইউএনও মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য কাপাসিয়া উপজেলাধীন চায়ের দোকান, হোটেল/রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড় ইত্যাদি স্থানে স্কুল ও কলেজগামী কিশোর/কিশোরীরা সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হলো। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর