thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

অটো প্রমোশন নয়, শ্রেণি মূল্যায়নে নবমে উঠবে জেএসসি শিক্ষার্থীরা

২০২০ সেপ্টেম্বর ২৪ ১৯:৪৪:৪৪
অটো প্রমোশন নয়, শ্রেণি মূল্যায়নে নবমে উঠবে জেএসসি শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: অটো প্রমোশন নয়, মূলত বিদ্যালয়ের নিজস্ব নিয়মেই মূল্যায়নে শিক্ষার্থীরা অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা বোর্ড থেকে এ কথা বলেন বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, অষ্টম থেকে নবম শ্রেণিতে অটো প্রমোশন হবে না, যেকোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এছাড়া, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে।

জিয়াউল হক বলেন, অটো প্রোমোশন বলতে কিছু নেই। মূল্যায়নের মাধ্যমেই পরবর্তী ক্লাসে উঠতে হবে। সবকিছুই মূল্যায়নের ভিত্তিতে হবে। তবে কী পদ্ধতিতে মূল্যায়ন হবে সে বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর