thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

করোনায় ২০ লাখ মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও

২০২০ সেপ্টেম্বর ২৬ ১১:২৪:২৪
করোনায় ২০ লাখ মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও

দ্য রিপোর্ট ডেস্ক: গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস মহামারি শুরুর পর বিশ্বে মৃত্যু প্রায় ১০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, এই সংখ্যা ২০ লাখ হতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বেশ কিছু দেশে নতুন সংক্রমণ বাড়ায় ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিক পদক্ষেপ না নিলে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। বিশেষ করে করোনার টিকা না আসা পর্যন্ত।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনা শুরুর পর ৯ মাসে কোভিডে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৫ হাজারের বেশি।

রায়ান বলেছেন, ‘ইউরোপিয়ানরা নিজেদের প্রশ্ন করুক যে লকডাউনের প্রয়োজনীয়তা এড়াতে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল কি না?’

পরীক্ষা, রোগী শনাক্তকরণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোঁয়ার মতো বিকল্প পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়েছিল কি না তাও প্রশ্ন করেছেন এই কর্মকর্তা।

এর আগে স্পেনের রাজধানী মাদ্রিদের আরও আট জেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়, শহরটির ১০ লাখ লোকের ওপর এর প্রভাব পড়েছে। ফ্রান্সের দক্ষিণ সিটির মার্শেইর বার ও রেস্তোরাঁর স্টাফরা তাদের কর্মক্ষেত্র বন্ধের বিরোধিতা করেছে। নতুন সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাজ্য অধিকাংশ অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর