thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

এক মাসের মাথায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

২০২০ সেপ্টেম্বর ২৬ ১৬:১০:৫৩
এক মাসের মাথায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক: লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সুরাহা না করেই ২৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তাফা আদিব। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে শনিবার তিনি এই ঘোষণা দেন। খবর আল জাজিরা।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অর্থমন্ত্রী নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতি মাইকেল আউনের সঙ্গে আলোচনার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মোস্তাফা আদিব।

গেল ৩১ আগস্ট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন।

লেবাননের ক্যাবিনেটে মন্ত্রিত্ব নিয়ে শিয়া মতাবলম্বী দুই দল আমাল মুভমেন্ট ও ইরান সমর্থিত হেজবুল্লাহর সঙ্গে মতের মিল না হওয়ায় সৃষ্টি হয়েছে সরকার গঠনে জটিলতা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর