thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ট্রাম্প অসুস্থ হলে দায়িত্ব নেবেন কে?

২০২০ অক্টোবর ০২ ১৬:০২:৩৭
ট্রাম্প অসুস্থ হলে দায়িত্ব নেবেন কে?

দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। হোয়াইট হাউজের চিকিৎসকরা জানিয়েছেন, ‘ট্রাম্প দম্পতি সুস্থ আছেন। কোয়ারেন্টিনে থেকে ট্রাম্প দায়িত্ব পালন করতে পারবেন।’ তবে শারীরিক অসুস্থতার কারনে যদি ট্রাম্প সরকার পরিচালনায় অক্ষম হন তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করবেন এই নিয়ে চলছে আলোচনা। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের আইন বলছে, ‘ট্রাম্প দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।’ কিন্তু গার্ডিয়ানের দাবি, ‘ট্রাম্পের সংস্পর্শে এসেছেন পেন্সও। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। ফলে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।’

মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে।

গেল মে মাসে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালিয়েহ ম্যাকএনানি জানিয়েছিলেন, ‘প্রশাসন পেলোসির দায়িত্বগ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে কোনও প্রস্তুতি নিচ্ছে না।’
বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিনে যাওয়ার পর পরীক্ষা করা হলে এই দম্পতির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। টুইটারে করোনা পজিটিভ পরীক্ষার ফল জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর