thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ডায়েট মানতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

২০২০ অক্টোবর ০৪ ১৩:৩৬:২৩
ডায়েট মানতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। প্রয়াত অভিনেত্রীর পরিবার জানিয়েছে, কয়েক মাস ধরে তিনি কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন। তাতেই কিডনি ড্যামেজ হয়ে প্রাণ হারালেন মিষ্টি।

বাঙালি এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে শুক্রবার গভীর রাতে। শনিবার তার শেষকৃত্যও হয়ে গেছে। পরিবারে তার মা এবং এক বোন রয়েছে। তারা জানান, একটানা কিটো ডায়েট করার ফলে তার দুটি কিডনিই সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। তা থেকেই তিনি মারা যান।

বলিউডের বেশ কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বলিউডে তার প্রথম ছবি সুভাষ ঘাই পরিচালিত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’। ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ তো লাগি হ্যায়’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘মণিকর্ণিকা’, ‘বেগমজান’-এর মতো ছবিগুলোতে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।

মিষ্টি কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয় করেছেন বাংলা ছবিতেও। মিষ্টির মৃত্যুতে শোক জানিয়েছেন তার বলিউডের এবং তেলুগু ছবির সহকর্মীরা। শোক জানিয়েছেন কলকাতার শিল্পীরাও।

২০১৪ সালে মুম্বাইয়ে এই মিষ্টির অ্যাপার্টমেন্ট থেকে পর্নোগ্রাফি ছবির সিডি উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল তাকে ঘিরে। মামলাও হয়েছিল। সেই মামলায় অভিনেত্রীর পাশাপাশি তার বাবা-ভাইও গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর