thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

নিজ প্রতিষ্ঠানের ১৮ লাখ শেয়ার কিনবেন ফারহানা হক

২০২০ অক্টোবর ০৪ ২০:৩৬:৩১
নিজ প্রতিষ্ঠানের ১৮ লাখ শেয়ার কিনবেন ফারহানা হক

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালক ফারহানা হক নিজ প্রতিষ্ঠানের ১৮ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ( পাবলিক মার্কেট) তিনি এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

এদিকে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ন্যূনতম ২ শতাংশ ও উদ্যোক্তা- পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে নতুন করে সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম ঘোষনা দিয়েছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকের হাতে ২ শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের পদ ছাড়তেই হবে। যেসব
পরিচালকের হাতে ২ শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের তালিকাও দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

কমিশনের এ নির্দেশনা জারির পরেই ব্যাংক এশিয়ার পক্ষ থেকে এ ঘোষণা এল। এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দ্য রিপোর্ট/এএস/ ৪ঠা অক্টোবর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর