thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর, বাবা হারালেন মোনালি

২০২০ অক্টোবর ০৫ ১৬:৩৪:২৪
প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর, বাবা হারালেন মোনালি

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও গায়ক শক্তি ঠাকুর মারা গেছেন। ৪ অক্টোবর, রোববার মাঝরাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে মেহুলি ঠাকুর।

শক্তি ঠাকুরের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন। মৃত্যুর পর সোমবার ভোরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে।

শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালি ঠাকুর। তার চলে যাওয়ায় বাবা হারালেন মোনালি। ভারতীয় সঙ্গীতাঙ্গনে মোনালি একজন সফল ও জনপ্রিয় শিল্পী। বলিউডে তার বহু জনপ্রিয় গান রয়েছে। তিনি সেরা গায়িকা হিসেবে পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বাবার মৃত্যুতে দেশে নেই মোনালি। তিনি অবস্থান করছেন সুইজারল্যান্ডে। তাই শেষ বিদায়ে বাবাকে দেখতেও পারলেন না গায়িকা।

একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

এদিকে শক্তি ঠাকুরের বড় মেয়ে তার ফেসবুকে লিখেছেন, আমি তো ভুলেই গিয়েছিলাম যে, বাবা মায়েরা একদিন চলে যায়। জীবনে কোনোদিনও স্মশানে আসিনি। আজ সবই জীবনে প্রথম বার। বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন। তুমি কি কোনোদিনও কোনো পাপ করোনি বাবা? নইলে এভাবে দুঘন্টার মধ্যে কে চলে যায়? ‘ধুরর আর ভাল্লাগছেনা’ বলে চলে গেলে। সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম। আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা? আমি তো তোমার কার্বন কপি। আমিও তোমারি মতন তাড়াহুড়ো করে চলে যাবো দেখো। কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর