thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কঙ্গনাকে একহাত নিলেন মহেশ-পত্নী

২০২০ অক্টোবর ০৬ ১০:৩৩:৪৭
কঙ্গনাকে একহাত নিলেন মহেশ-পত্নী

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন। তদন্তে নেমে তার খুন হওয়ার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এমস)। কিন্তু তা মেনে নিতে পারেননি কঙ্গনা রানাউত। এ নিয়ে যথারীতি তিনি সরব।

ক্ষোভ উগরে দিয়ে সম্প্রতি তিনি টুইটে লেখেন, ‘একদিন সকালে ঘুম ভাঙল, তারপর আচমকা নিজেকে মেরে ফেললেন, তরুণ এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন একজন মানুষের ক্ষেত্রে এটা কখনোই হতেই পারে না। সুশান্ত ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়েছিলেন। তার প্রাণের শঙ্কা ছিল। মুভি মাফিয়ারা তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তাকে হেনস্থা করেছিল। ধর্ষণের ভুয়া অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত।’

এই টুইট দেখার পরই কঙ্গনাকে একহাত নিলেন পরিচালক-প্রযোজক মহেশ ভাটের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান। এক টুইটবার্তায় তিনি তোপ দেগেছেন কঙ্গনার বিরুদ্ধে। লিখেছেন, ‘যারা বলছেন, মানুষ অকারণে সকালে ঘুম থেকে আত্মহত্যা করে না, তাদের জানিয়ে রাখি, মানুষ আসলেই এমনটা করেন না। এটাই হল আসল কথা। আত্মহত্যার মতো এ রকম কঠিন সিদ্ধান্ত নেয়ার আগে তারা বহু বছর কষ্টে ভোগেন, সংগ্রাম চালান।’

সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে খুনের সম্ভাবনাকেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন কঙ্গনা। শুরু থেকেই তার অভিযোগের তীর বলিউডের রাঘব বোয়ালদের দিকে। কঙ্গনার অভিযোগে সবচেয়ে বেশি উঠে এসেছে পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের নাম। তার মতে, এই পরিচালক বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর সদস্য এবং সুশান্তকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মহেশের উপর কঙ্গনার এমন একটানা দোষারোপই কি সোনিকে সরব হতে বাধ্য করল?

সুশান্তের মৃত্যুর পর থেকে স্বজনপোষণের বিরুদ্ধে সৃষ্টি হওয়া কোলাহলেও কঙ্গনার আওয়াজ সবচেয়ে জোরালো। সেই আঁচ পড়েছে মহেশ ভাটের ছোট মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটের গায়েও। সোশ্যাল মিডিয়ায় আলিয়া ধর্ষণের হুমকি পেয়েছেন। তার দিকে উড়ে এসেছে কদর্য মিম, ট্রোল। এসব নিয়ে মহেশ এখনো মুখ না খুললেও পরিবারের পক্ষে শেষমেশ রুখে দাঁড়ালেন সোনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর