thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ‘মির্জাপুর ২’-এর ট্রেলার

২০২০ অক্টোবর ০৭ ১০:৩৫:২৩
ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ‘মির্জাপুর ২’-এর ট্রেলার

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েব সিরিজ যুগে যে’কটি সিরিজ সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘মির্জাপুর’। ২০১৮ সালে সিরিজটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল। অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই সঙ্গে এর দ্বিতীয় সিজনের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিল।

সেই অপেক্ষার শেষ হতে চলেছে। আগামী ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর ২’। এ উপলক্ষে নতুন সিজনের ট্রেলার প্রকাশ করা হয়েছে। ৬ অক্টোবর, মঙ্গলবার ট্রেলারটি উন্মুক্ত করা হয়। আর প্রকাশের পর ইন্টারনেটে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে ‘মির্জাপুর সিজন ২’।

ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর নতুন সিজন। যার ফলে দর্শকদের আকাঙ্ক্ষা আরও বেড়েছে। ইউটিউবে উন্মুক্ত করার পর মাত্র দুই ঘণ্টায় ট্রেলারটি ২০ লাখের বেশি দর্শক দেখেছে। এতে করেই বোঝা যাচ্ছে, নতুন এই সিজনটি নিয়ে দর্শকরা কতোটা এক্সাইটেড।

‘মির্জাপুর ২’-তে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিক্রান্ত মাসে, রসিকা দুগ্গল, হর্ষিতা গউর, দিব্যেন্দু শর্মা এবং কুলভূষণ খারবান্দার প্রমুখ। সিরিজটি নির্মাণ করেছেন গুরমিত সিং ও মিহির দেসাই।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর