thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তে যে পদ্ধতিতে মূল্যায়ন হবে

২০২০ অক্টোবর ০৭ ১৯:৫৯:৫৪
উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তে যে পদ্ধতিতে মূল্যায়ন হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় হিসাব করে এইচএসসি পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে এই মূল‌্যায়নের ফল। বুধবার সংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন তথ‌্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত
শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছে আমরা অভিমত ও পরামর্শ নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্বের অনেক দেশের পরিস্থিতি দেখে আমরা ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলের ওপর মূল্যায়ন করে গ্রেড নম্বর নির্ধারণ করা হবে।

গ্রেড পদ্ধতি কিভাবে হবে
শিক্ষামন্ত্রী বলেন, ‘কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে, তার পরার্মশের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। তার ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

যারা পুনরায় পরীক্ষা দিতে চেয়েছিল
অনেকে এক, দুই বিষয়ে বা পুরো ফল আশানুরূপ না হওয়ায় পুনঃপরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, তাদের ক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করা হবে—এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থীর ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেওয়া হবে। তবে, কমিটির সুপারিশের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জেএসসি ও এসএসসির ফল খারাপ হলে
জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল খারাপ হলেও এইচএসসি পরীক্ষায় অনেকে ভালো প্রস্ততি নিয়েছিল, তাদের ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘কী করার ছিল, কী ছিলো না, তা ভেবে লাভ নেই। সারাবিশ্বে এখন বেঁচে থাকার লড়াই চলছে, এরমধ্যে পরীক্ষা নিয়ে আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। এসব বিষয় বিবেচনা করে আমরা আগের ফলের ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’

আন্তর্জাতিক পদ্ধতিতে ফল প্রকাশিত হবে
শিক্ষামন্ত্রী বলেন, ‘সরাসরি পরীক্ষা না নিলেও আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ করতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। ফল প্রকাশের পর দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না।’ তবে, বিশ্ববিদ্যালয়গুলোয় কী পদ্ধতিতে ভর্তি করা হবে, সে বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর