thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

টাইগারদের ওয়ানডে সিরিজের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

২০২০ অক্টোবর ০৮ ২০:৩৮:৩২
টাইগারদের ওয়ানডে সিরিজের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছয় মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরাতে তিন দল নিয়ে আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। প্রতিযোগিতায় জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের দিয়ে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আসরটি।

এ বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট থমকে যায়। তাই ক্রিকেটকে ধীরে ধীরে মাঠে ফেরাতে এটি বিসিবির ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষ স্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার ভালো সুযোগ করে দিবে বলে আশা করা হচ্ছে।

তিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। তিনটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রত্যক ম্যাচের জন্য রির্জাভ-ডে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর