thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অভিনয় ছেড়ে ইসলামের পথে সানা খান

২০২০ অক্টোবর ০৯ ১৯:৪১:৪৬
অভিনয় ছেড়ে ইসলামের পথে সানা খান

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের মডেল ও অভিনেত্রী সানা খান অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তিনি ইসলামি পন্থায় জীবন যাপন করবেন বলে জানিয়েছেন। ৮ অক্টোবর, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এই ঘোষণা দেন তিনি।

ইনস্টাগ্রাম দেওয়া দীর্ঘ এক পোস্টে সানা লেখেন, ‘পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে রেখে কথা বলছি। আমি বেশ কয়েক ধরে শোবিজে কাজ করে যাচ্ছি। এই সময়ে আমি আপনাদের কাছ থেকে প্রচুর খ্যাতি, সম্মান এবং সম্পদ পেয়েছি যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তবে আমি বেশ কয়েকদিন ধরেই একটি ব্যপারে উপলব্ধি করছি। এই পৃথিবীতে মানুষের আসার আসল উদ্দেশ্য কি? শুধুই কি কেবল ধন-সম্পদ এবং খ্যাতি যোগাড় করা? যারা অভাবী ও অসহায়, তাদের সেবায় নিজেদের নিবেদিত করা কি আমাদের কর্তব্য নয়? কোনো ব্যক্তির কি ভাবা উচিত নয় যে সে যেকোনো মুহুর্তে মারা যেতে পারে? মানুষ মৃত্যুর পর কোথায় যাবে?

আমি দীর্ঘদিন ধরে এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করছি। আমি যখন আমার ধর্মে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে এই জীবন আসলে মৃত্যুর পরের জীবনের জন্য। বান্দা যদি তার স্রষ্টার আদেশ অনুসারে বেঁচে থাকে এবং ধন-সম্পদ ও খ্যাতিকে তার একমাত্র লক্ষ্য না মনে করে তবে সে মৃত্যুর পরেও ভালো থাকবে। তার উচিত পাপপূর্ণ জীবন এড়ানো। উচিত মানবতার সেবা করা এবং তার স্রষ্টার দেখানো পথ অনুসরণ করা।’

তিনি আরও লেখেন, ‘অনেক ভেবেচিন্তে তাই আমি আজ ঘোষণা করছি যে আমার শোবিজ জীবনযাত্রাকে চিরকালের মতো বিদায় জানালাম এবং মানবতা ও আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব কিছু মেনে চলতে পারি। অবশেষে, সমস্ত ভাইবোনদের অনুরোধ করছি, এখন থেকে কোনো শোবিজের কাজের বিষয়ে আমার সাথে আলোচনা না করার জন্য।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানা খান। তিনি এক ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে তিনি বেশি আলোচিত হয়েছেন বিগ বস সিজন ৬ এবং সালমান খানের ‘কিক’ সিনেমায় অভিনয় করে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর