thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনা নিয়েই নির্বাচনী মাঠে ফিরছেন ট্রাম্প!

২০২০ অক্টোবর ০৯ ১৯:৪৩:৫৫
করোনা নিয়েই নির্বাচনী মাঠে ফিরছেন ট্রাম্প!

দ্য রিপোর্ট ডেস্ক: এখনো নেগেটিভ রিপোর্ট আসেনি, এর মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী মাঠে ফিরতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। শনিবার থেকে জনসংযোগে যোগ দিতে পারেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক শন কোনলি বলেছেন, ‘প্রেসিডেন্ট তার চিকিৎসা ইতিমধ্যেই শেষ করেছেন এবং তিনি এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছেন চিকিৎচক কোনলি। খবর আল জাজিরার।

শন কোনলি বলেন, ‘যে ওষুধ ট্রাম্পের শরীরে প্রয়োগ হচ্ছে তা ভালোভাবে সাড়া দিচ্ছে। এখন তার অবস্থা স্থিতিশীল আছে। এ সপ্তাহের শেষের দিকে তিনি জনসংযোগে ফিরতে পারবেন।’

গেল ১ অক্টোবর রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল।

২ অক্টোবর (শুক্রবার) বিকালে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তবে ৪ অক্টোবর (রবিবার) আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি।

প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে দেশটিতে প্রশ্ন উঠেছে। পরদিন (সোমবার, ৫ অক্টোবর) হাসপাতাল ছাড়ার ঘোষণা দেন ট্রাম্প।

বৃহস্পতিবার শন কোনলির বিবৃতির পর ট্রাম্প জানান, শুক্রবার তার শরীরে আবারও করোনা পরীক্ষা করা হবে। তিনি আশা করছেন, সপ্তাহ শেষে নির্বাচনী সমাবেশে অংশ নিতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর