thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

২০২২ বিশ্বকাপ যৌথ আয়োজনের বিষয় নাকচ ব্লাটারের

২০১৩ নভেম্বর ১০ ২০:১২:৩৩
২০২২ বিশ্বকাপ যৌথ আয়োজনের বিষয় নাকচ ব্লাটারের


দিরিপোর্ট২৪ ডেস্ক : ২০২২ বিশ্বকাপ যৌথ আয়োজনের বিষয়টি নাকচ করে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আসরটি কাতারসহ প্রতিবেশী আরো কয়েকটি দেশের যৌথ আয়োজনে যে কোন ধরনের সম্ভাবনার বিষয় সরাসরি নাকচ করে দিয়েছেন ব্লাটার।

শনিবার ফিফা সভাপতি মিডিয়াকে বলেছেন, ‘অলিম্পিকের প্রতি সম্মান প্রদর্শন করে ফিফার পরিচালনা পরিষদ জানুয়ারি-ফেব্রুয়ারিতেও টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা বাতিল করেছে। তবে বিদেশি শ্রমিকদের দিয়ে অমানুষিক পরিশ্রম করানোর কারণে কাতারের যে সমালোচনা হয়েছে এর প্রেক্ষিতে ত্বরিৎ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি।’



কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকের পর ফিফা সভাপতি বলেছেন, ‘ফিফার সিদ্ধান্ত হচ্ছে একটি মাত্র দেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আর তা হচ্ছে কাতার।’ সেই সঙ্গে তাকে উদ্বৃতি দিয়ে কাতারকে যৌথ আয়োজক খোঁজার সম্ভাবনা যাচাইয়ের যে খবর বেরিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেছেন ব্লাটার।



ফিফা সভাপতি বলেছেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে সচরাচর অনুষ্ঠিত হয় শীতকালীন অলিম্পিক। অলিম্পিক আয়োজক সংস্থার সম্মান রক্ষার্থে এ সময়টি এমনিই বাদ দিতে হবে। দ্বিতীয়ত আইওসির উদ্যোগে অলিম্পিক সম্প্রচারের কাজটি করে একই টেলিভিশন সম্প্রচার কেন্দ্রগুলো। সেই সঙ্গে আমাদের বিপণন অংশিদাররাও প্রায় একই। যে কারণে একই সময়ে দুটি প্রতিযোগিতার আয়োজন সম্ভব নয়।তবে বছরের শেষ ভাগেই টুর্নামেন্টের আয়োজন যুক্তিযুক্ত। আর বছরের শেষ ভাগ বলতে নভেম্বর-ডিসেম্বরকেই বুঝায়। তবে এর সঠিক সময়টি আমি ঠিক জানিনা। হতে পারে একমাসের দশ তারিখ হতে পরের মাসের দশ তারিখ পর্যন্ত।’



(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর