thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

লাভেলো আইসক্রিমের ‘আইপিও’ অনুমোদন

২০২০ অক্টোবর ১৫ ১৫:৫১:৩৮
লাভেলো আইসক্রিমের ‘আইপিও’ অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি, নিজস্ব আইসক্রিম ব্রান্ড ‘লাভেলো’র ব্যবসা সম্প্রসারণের জন্য অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

বুধবার (১৪অক্টোবর) বিএসইসির ৭৪৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগৃহীত অর্থ কোম্পানিটি মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সন্ধানি লাইফ ফাইন্যান্স এবং বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

দ্য রিপোর্ট/এএস/১৫ অক্টোবর

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর